• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে দোকান-বসত ঘর পুড়ে ছাই

  • ''
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০২৪

 


বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ দোকান এবং ৫টি বসত ঘর পুড়ে গেছে। এতে অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। শুক্রবার ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল কাসেম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে (শুক্রবার ভোরে) নিয়ামতি বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। একই সঙ্গে বেতাগী ও মির্জাগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিটসহ মোট ৩টি ইউনিট একযোগে ২ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে। এর আগেই বাজারের ৯টি দোকান এবং ৫টি বসতঘর পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন তারা।

নিয়ামতি বাজারের বাসিন্দারা জানান, আগুনে বাজারের ব্যবসায়ী কমল সাহার বেকারী দোকান ও গোডাউন, সঞ্জয় দাসের ডেকোরেটর, লাভলু খানের মোবাইলের দোকান, সরোয়ারের ডেকরেটার, ইন্দ্রজিৎ কর্মকারের দোকান, সবিতা সাহার কাপড়ের দোকান এবং অশোক কুমারের ডেকরেটর মোট ৯টি নয়টি এবং সংলগ্ন ৫ টি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

বাকেরগঞ্জ থানার ওসি মো. আফজাল হোসেন জানান, নিয়ামতি বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাকেরগঞ্জ থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করে। অগ্নিনির্বাপনের সময় বাজারে লুটপাট রোধে সতর্ক ছিলো পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads